খাদ্য ,স্বাস্থ্য -শিক্ষা বা বাসস্থান সকলের জন্য হোক না হোক মোবাইল ফোন যে সবার জন্য তা দিন প্রতিদিন প্রমাণিত হচ্ছে। তাও আবার সাধারণ ফোন নয়। এবার ভারতে স্মার্ট ফোন মিলবে মাত্র ২৫১ টাকা। বুধবার রিংগিং বেল নামে একটি সংস্থা ভারতের বাজারে আনতে চলেছে সব থেকে সস্তার স্মার্ট ফোন ফ্রিডম ২৫১। কোম্পানির ওয়েবসাইটে ১৮ ফেব্রুয়ারি থেকে বুক করা যাবে এই ফোন। হাতে পেতে পেতে জুন মাস। তবে বাজারে আসার আগেই বিস্তর বিতর্ক শুরু হয়েছে এই নয়া স্মার্ট ফোনটিকে নিয়ে। কপি রাইট লঙ্ঘন থেকে শুরু করে দাবি মত ফিচার নাকি লোড করা নেই এই ফোনটিতে।