এরাজ্যে বাম কংগ্রেসের জোট নিয়ে এখন জল্পনা তুঙ্গে। যে যাই বলুন না কেন এদেশের ভোটের রাজনীতিতে জোটের সঙ্গে নীতির কোন সম্পর্ক নেই। তাই ২০১৫ সালের জুলাই মাসের একটা পুরনো ঘোঁটের খবর আবার দিলাম।
ভোটে সবই সম্ভব। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের গন্ডিয়া জেলা পরিষদে শরদ পাওয়ারের NCP কে ঠেকাতে কংগ্রেস ও বিজেপি হাত মেলাল। ৫৩ আসনের জেলা পরিষদে NCP ২০টি আসন পেয়ে সব থেকে বড় দল হিসাবে উঠে আসে। বিজেপি ও কংগ্রেস জয়ী হয় যথাক্রমে ১৭টি ও ১৬টি আসনে। তবে ফল প্রকাশের পর তলায় তলায় সমঝোতা করে জেলা পরিষদের প্রধান ২টি আসনের একটিতে জিতেছে কংগ্রেস অন্যটিতে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস অবশ্য অস্বস্তি এড়াতে বিষয়টিকে স্থানীয় বলে দায় সেরেছে।