তিনি ক্রমশই বিদ্রোহী হয়ে উঠছেন। এবার jnu এর ছাত্র কানহইয়া কুমারের মুক্তির দাবিতে সরব হলেন শত্রুঘ্ন সিনহা। তাঁর দাবি কানাইহা কুমারের ভাষণের তিনি টেপ শুনেছেন তাতে করে এমন কোন কথা ছাত্র নেতা বলেননি যা সংবিধান বা ভারত বিরোধী। JNU নিয়ে যে প্রচার চলছে সেই প্রেক্ষিতেও নাম না করে দলকে সমালোচনা করেছেন বিজেপির এই অভিনেতা সাংসদ। শত্রুঘ্ন চাইছেন কী?