খিদে পাওয়াটা একধরনের অসুখ–অভ্যাস । তাতে মদত দেওয়া কোনও সরকারের কাজ হতে পারে না । বরং যাদের সেই অসুখের বালাই নেই,তাঁদের জন্য কিছু করাই কাজের কাজ । তাই এই ডিজিট্যাল ইন্ডিয়া,স্মার্ট সিটি ইত্যাদি আর কী । তবে কীনা এমন সদভাবনার পরেও যদি কারও মনে সরকার সম্পর্কে সন্দেহ জাগ্রত হয়,তাহলে তাঁদের নিদ্রায় পাঠানোর বন্দোবস্তও আছে । ওই বুলেট । এবং স্মার্ট শট । মারবে এখানে,সংঘর্ষে মৃত্যু হবে ওখানে । লাশ হিচড়ে নিযে যাওয়ার দাগ ঘাসে কেউ দেখে ফেললে সে নিঘ্ঘাৎ দেশদ্রোহী ।
শোভন চক্রবর্তীর comment