ছাগল গ্রেফতার। তার এত বড় সাহস যে সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাংলোর বাগানের মধ্যে বিনা অনুমতিতে ঢুকে পড়ে। ফল যা হবার তাই হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেবের অভিযোগের ভিত্তিতে ছত্তিশগড়ের করেয়া জেলার পুলিস গ্রেফতার করেছে ছাগলটিকে। পরে অবশ্য তাকে মুক্তি দিয়েছে। তবে ছাগলের মালিককে পাঠান হয়েছে জেলে। এটা কোন এপ্রিল ফুল মার্কা খবর নয়। বিরোধীরা এই ঘটনার জেরে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন । কিন্তু দেশের মানুষ কী অসহনীয় অবস্থায় রয়েছেন তা এথেকেই সহজেই অনুমেয়।