বেশ কিছুদিন ধরেই আমেদাবাদ- মুম্বই বুলেট ট্রেন(মূলত ব্যবসায়ীদের স্বার্থে?) চালানোর কথা শোনা যাচ্ছিল। অবশেষে জাপানের সঙ্গে সেই চুক্তি করল ভারত। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে ভারতে এসে সেই চুক্তি স্বাক্ষরও করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে ৯৮ হাজার কোটি টাকার বুলেট ট্রেনের প্রকল্প নেওয়া কি ভারতে ক্ষেত্রে অত্যন্ত জরুরি। যে দেশে অধিকাংশ ট্রেনই টাইমে চলে না, গড় গতিবেগ ৬০ কিমির নীচে সেদেশে কাদের জন্য বুলেট ট্রেন? বুলেট ট্রেনের ঋণ দেবে জাপান , বরাতও পেয়েছে জাপান। তাহলে মেক ইন ইন্ডিয়া কীভাবে হচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার দায় অবশ্য আমাদের সরকারের নেই।
12.12.15