আমানতাকারীদের থেকে বেআইনিভাবে টাকা তোলয়া তৃণমূল সাংসদ কেডি সিংকে মূলধনী বাজারে অংশগ্রহণ করতে নিষেধ করেই ক্ষান্ত সেবি। ২০১৫ সালের অগস্ট মাসে অ্যালকেমিস্ট ক্যাপিটালকে বাজার থেকে তোলা ১৬৫ কোটি টাকা ১৫ শতাংশ হারে সুদ সমেত আমানতকারীদের ফেরত দিতে নির্দেশ দেয় সেবি। অ্যালকেমিস্টের জনক কেডি সিং ২০০০-২০০৪ পর্যন্ত অ্যালকেমিস্টের ডিরেক্টর ছিলেন। সেই সময় একাধিকবার বেআইনিভাবে শেয়ার ছেড়ে অ্যালকেমিস্ট টাকা তুলেছে বলে জানিয়েছে সেবি।এর আগেও একাধিকবার চিটফান্ড মামলায় কেডি সিংয়ের নামে অভিযোগ উঠলেও তৃণমূল কংগ্রেস তার পাশেই থেকেছে।সূত্রের খবর সারদা-রোজভ্যালি চিটফান্ডের টাকা পাচারের ক্ষেত্রে অ্যালকেমিস্টেরও ভূমিকা থাকতে পারে মনে করছে গোয়েন্দারা।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সারদা নিয়ে বিরোধীরা সরব হলেও কেডি সিংয়ের চিটফান্ড বলে পরিচিত অ্যালকেমিস্ট নিয়ে তার সিকিভাগও মুখর নন বিরোধীরা। কিন্তু কেন?