আমানতকারীদের টাকা ফেরত দেয় না। কর্মীদের বেতন কমিয়ে দেওয়া হয়। অথচ নিজের জামিনের জন্য গৌতম কুন্ডু যে আইনজীবীর দ্বারস্থ হয়েছেন সেই হরিশ সালভের একদিনের ফি কত জানেন? সূত্রের খবর একদিন সওয়াল করতে ৩০ লক্ষ টাকা নেন হরিশ সালভে। গৌতম কুন্ডু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এই হরিশ সালভের মত দামি আইনজীবীর হাত ধরেই। ইডি নাকি যে কারণে গৌতম কুন্ডুকে গ্রেফতার করেছে তা নাকি সঠিক নয়। তাই তাকে জামিন দেওয়া হোক বলে আর্জি জানিয়েছেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর আইনজীবী। ইডিকে তার জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী দিন ধার্য্য হয়েছে ১৮ সেপ্টেম্ব। কিন্তু প্রশন উঠছে হরিশ সালভের মত এত দামি আইনজীবীর টাকা কীভাবে জোগাচ্ছে গৌতম কুন্ডু বা রোজভ্যালি?