একটা ইস্যু এলে সেটা নিয়ে মিডিয়া কিছুদিন হৈচৈ করে । তার পর সব চুপ চাপ। এই যেন রেডরোর্ডে বায়ু সেনা জওয়ানকে গাড়ি চাপা দিয়ে মারার ঘটনা। অভিযোগের তির শাসকদল ঘনিষ্ঠ ব্যবসায়ী মহম্মদ সোহরাবের ছেলের দিকে। কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সময় লাগল ৪দিন। অন্যদিকে মধ্যপ্রদেশের ঝাবুয়ার পেটলাওয়াড়ে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯০ জনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা। গত বছরে ১২ সেপ্টেম্বরের ঘটনা আমরা ভুলে যেতেও বসেছি। রেস্তোরাঁ লাগোয়া বাড়িতে মুজত করে রাখা জিলোটিন স্টিকের বিস্ফোরণে। আহত বহু।মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয়রা জেলা প্রশাসনের কাছে আগেই এই অবৈধ জিলোটিন স্টিক মজুতের বিষয় অভিযোগ করলেও তারা কর্নপাত করেনি। অভিযুক্ত রাজেন্দ্র কাসওয়া শাসক বিজেপির কাছের লোক। আর তাই এখনও অধরা।
16.1.16