অবৈধভাবে টাকা পাচারের অভিযোগে ধৃত NCP নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ছগন ভুজবলকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত। সোমবার রাতে টানা ৯ ঘন্টা জেরার পর ইডি তাকে গ্রেফতার করে। দিল্লিতে মহারাষ্ট্র সদন তৈরিতে আর্থিক কেলেঙ্কারি অভিযোগ ওঠে ভুঝবলের বিরুদ্ধে। এর আগে ছগনের ভাইপোকেও গ্রেফতার করে ইডি। এদের বিরুদ্ধে অভিযোগ সরকারি বরাত দেওয়ার জন্য ঘুষ নিত এরা। ঘুষের ৮৭০ কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার করে পরে ভুয়ো কোম্পানির মারফত দেশে ফিরিয়ে আনার অভিযোগ রয়েছে ভুজবল পরিবারের বিরুদ্ধে। এক সময় ছগন ভুঝবল শিবসেনারও নেতা ছিলেন।