ফের হামলা করল মাওবাদীরা। বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের পাতা ল্যান্ড মাইন বিস্ফোরণে উড়ে গেল CRPF এর গাড়ি। নিহত হলেন ৭ জওয়ান। হিন্দুতে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে দান্তেওয়াড়া- সুকমা সড়কে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে টুকরো টুকরো হয়ে যায় গাড়ি । নিহত জওয়ানদের অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায় মাওবাদীরা।
ছবি THE HINDU এর সৌজন্যে