যাঁরা ব্যাঙ্গালুরুকে দেশের আইটি হাব হওয়ার কারণে নাচানাচি করে থাকেন। ওখানে এমনটা হয়না, ইত্যাদি প্রভৃতি বলতে ভালবাসেন তাঁদের যদি চোখ বলে কিছু থাকে তাঁদের জন্য এই খবর। ব্যাঙ্গালুরু যে রাজ্যে সেই কর্নাটকের হলসুরু একটি গ্রাম। গত বুধবার হুলসুর সাক্ষী হয়ে রইল আরেক অন্ধবিশ্বাসের। আংশিক সূর্যগ্রহণের দিন ৯ মাসের এক শিশুকে বুক পর্যন্ত মাটি চাপা( জৈব সারের গাদা) দিয়ে রাখা হল ২ ঘন্টা। শিশুটির বাবা -মার অন্ধবিশ্বাস এতে নাকি ওর পা এর সমস্যা ঠিক হয়ে যাবে।
সৌজন্যে THE HINDU