এদেশে সেনাদের কফিন থেকে সেনা সরঞ্জাম সব কিছুতেই নেতারা ঘুষ খেয়ে থাকেন। তেমনই অভিযোগ উঠেছিল যুদ্ধে মৃত সেনাদের বিধবাদের জন্য তৈরি করা মুম্বইয়ের ৩১ তলা আদর্শ আবাসনে। আর তাই সরকারকে আদর্শ আবাসন ভেঙে গুড়িয়ে দিতে নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য ১২ সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বনের ৩জন আত্মীয় ওই আবাসনে ৩টি ফ্ল্যাট পেয়েছেন ।এর জেরে তাঁর মুখ্যমন্ত্রীত্বের পদও খোয়াতে হয়েছিল। এখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।