পঞ্জাবে মুক্তেসরে অফিস থেকে সবার চোখের সামনে এক মহিলাকে অপহরণ করে ধর্ষণ করার এক মাস পর অভিযুক্তকে ধরতে পারেনি পুলিস। অভিযুক্তি নিজেই শনিবার পুলিসের কাছে আত্মসমর্পণ করে। গত ২৪ মার্চ অফিস থেকে এক দলিত মহিলাকে অপহরণ করা হয়। cctv ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পরে। তবুও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। জাতীয় মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিস। তাদের ‘পরামর্শেই’ হয়তো এই সাজান আত্মসমর্পণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।