পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু জেরে গ্রেফতার করা হল BSP এর রাজ্যসভার সাংসদ নরেন্দর কাশ্যপ । গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী ও মৃতার স্বামীকে। মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে পণের জন্য তাঁদের মেয়ের উপর অত্যাচার করা হত।এর আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে BSP এর এক সাংসদকে গ্রেফতার করা হয়েছিল । পরিচারিকার অস্বাভাবিক মৃত্যুরে জেরে গ্রেফতার করা হয়েছিল ওই সাংসদের স্ত্রীকেও। কগত বছর নভেম্বরে আগুনে পুড়ে পুত্রবধূর মৃত্যুর জেরে তেলেঙ্গানার কংগ্রেসের এক প্রাক্তন সাংসদকেও গ্রেফতার করা হয়েছিল।