উড়ালপুল ভেঙে পড়ার জেরে নির্মাণ সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। সাসপেন্ড করা হয়েছে kmda এর ২ ইঞ্জিনিয়ারকেও। প্রশ্ন উঠছে তাহলে কেনই বা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রীকেই বা এর দায় থেকে রেহাই দেওয়া হবে। যে মুখ্যমন্ত্রী ব্রিজ তৈরির দায় বামেদের ঘাড়ে চাপাতে চেয়েছেন তিনি তো গত বছর এই ব্রিজ তাড়তাড়ি করে শেষ করার কথা বলেছিলেন।বলির পাঁঠা নয় , মাথাদের শাস্তি হোক চাইছেন নাগরিকরা। কিন্তু তা কি কখন হবে? উত্তরটা দিচ্ছেন তাঁরাই।