ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা পাচারের এক মামলায় বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের এক আদালত। এর আগে ৪ সপ্তাহের জন্য বিজয় মালিয়ার কূটনৈতিক পাসপোর্ট সাসপেন্ড করা হয়। রাজ্যসভার এই সাংসদকে পর পর এই ৩ বার ইডির সমনকে পাত্তা না দেওয়ায় পাসপোর্ট দফতরের কাছে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আর্জি জানিয়েছিল ইডি। ৯০০ কোটি টাকা idbi ব্যাঙ্কের ঋণ নয়ছয় করার মামলায় বিজয় মালিয়াকে তলব করেছে ইডিidbi ঋণ কেলেঙ্কারি ছাড়াও সুদ ও অন্যান্য ফি সমেত বিজয় মালিয়ার থেকে একাধিক ব্যাঙ্কের পাওনা ৯ হাজার কোটি টাকারও বেশি। এখন দেখার বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনার বিষয় কতটা উদ্যোগি হয় ভারত সরকার। কারণ আমাদের সবারই মনে আছে ললিত মোদির কেলেঙ্কারি।