ছবির নাম CONVERGENCE। short film তৈরি করে ফেলেছেন কলকাতার দুই তরুণ, অঞ্জন চক্রবর্তী ও সুশোভন বেরা। ছবির গঠন গত যুক্তি যখন দ্বিমাত্রিক(Two Dimension), তখন রেখা আর চিত্রের সমন্বয়ে তৈরী কোলাজ ত্বর্কের ইতি টানে। আর গপ্পের বিষয় বস্তু সামাজিক অভিমুখ নির্দেশ করলে কোথাও তা কনর্ভারজেন্স-এর কথা বলে । স্বল্পদৈর্ঘ্যের ছবি । অতি অল্প কলাকুশলী ।
