নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গোয়ার প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক বাবুশ মনসেরেটারকে গ্রেফতার করল পুলিস। বৃহষ্পতিবারই ওই নাবালিকার অভিযোগের জেরে বাবুশাকর বিরুদ্ধে FIR রুজু করে পুলিস। এর পর পুলিসের কাছে আত্মসমর্পণ করে ওই বিধায়ক। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। বাবুশের দোকানে কাজে যোগ দেওয়ার পর একাধিকবার তাঁকে ধর্ষণ করে ওই বিধায়ক।