আপাতত ভারতের হম্বিতম্বি শেষ। দেশে ফিরে যাচ্ছেন কেরলের মত্সজীবী হত্যায় অভিযুক্ত ইতালীয় নৌসৈনিক সালভাটোর গিরোনি। সুপ্রিম কোর্ট তাঁর আর্জিতে সম্মতি জানিয়েছে। মানবিক কারণেই ভারত সরকারও ইতালীয় ‘খুনি’ নৌসেনার আর্জিতে মত দিয়েছে।২০১২ সালে ‘ভূল” করে কেরলের দুই মত্সজীবীকে হত্যা করে ইতালীর ২ নৌসৈনিক। একজন আগেই দেশ ছেড়েছে। এবার অন্যজনের পালা। পর্যবেক্ষকদের একাংশের মতে নিহতেরা গরীব মত্সজীবী, তার উপর অভিযুক্তরা ইতালীর নাগরিক।ফলে যা হল সেটাই স্বাভাবিক। অন্যকিছু হলে তা হত ব্যতিক্রম।