যাদবপুর নিয়ে হঠাত্ অতি সক্রিয় বিজেপি। বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশের রাজ্যের শাসকদলের প্রয়াস ব্যর্থ হওয়ার পর নানা ছুতোয়ে বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করছে বিজেপি। অনেকেই একে jnu,হায়দরাবাদ সহ নানা বিশ্ববিদ্যালয়ের rss এর হস্তক্ষেপের অংশ হিসাবেই একে দেখছেন। কিন্তু জাতীয়তাবাদকে উস্কে বিজেপির এই নয়া গণ্ডগোল বাঁধানোর চেষ্টাতে তৃণমূলের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে বিজেপির এই নিয়ন্ত্রণবাদী কর্মসূচী নিয়ে এক্কেবারে নীরব কেন রাজ্যের মুখ্যমন্ত্রী, (যিনি সব বিষয় মন্তব্য না করে থাকতে পারেন না।)