IAS হওয়ার পর শুভম ফের আনসার শেখ

0
8

IAS পরীক্ষায় পাশ করার পর শুভম হয়ে গেলেন আনসার শেখ। কোন জালিয়াতি নয়। বরং দেশের সাম্প্রদায়িকতার পরিবেশ কোন জায়গায় পৌঁছেছে তার সাক্ষী আনসার। ২০১৩ সালে পুণায় IAS হবে বলে আসে  এক অটো চালকের  মেধাবী ছেলে আনসার । কিন্তু মুসলীম নাম হওয়ায় কেউ ঘর ভাড়ি দিতে রাজি হয়নি। অবশেষে এক হিন্দু বন্ধুর নাম ধার করে  ঘর পাওয়া। বাকিটা এখন ইতিহাস। এবারের সিভিল সার্ভিসে তাঁর স্থান ৩৬১। ঘটনাটা শুধু পুণার নয়, খাস কলকাতাতেও একই ছবি। গৃহ শিক্ষক রাখার পাকা কথা হয়ে যাওয়ার পরও শুধু মাত্র মুসলীম নাম হওয়ার কারণে এক যাদবপুরের মেধাবী ছাত্রকে  বাতিল করেছিল এক বাঙালি হিন্দু পরিবার। বছর কুড়ি আগে। এই শহরে। রোগটা এখন আরো বেড়েছে বই কমেনি।

সূত্রঃ NDTV