জিতলে ঠিক ছিল হেরেছি তাই নীতিকথা। দিশাহীন সিপিএমের এটাই দশা। রাজ্য কংগ্রেসের সংঙ্গে সিপিমের জোটকে নাকচ করে দিল কেন্দ্রীয় কমিটি। এটা নাকি পার্টি কংগ্রেসের সিদ্ধান্তের বিরোধী। যখন জোট হচ্ছিল সেই সময়তো কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছিল। তখন আটকানো হয়নি কেন? আসলে নীতি আর সিপিএম অনেকদিনই মিল খায় না। যখন যেটা বললে সুবিধা পাওয়া যেতে পারে সেটাই করে সিপিএম।আর পাঁচটা ভোট সর্বস্ব দল যা করে আরকী! এরমধ্যেই হরিয়ানা থেকে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির এক মহিলা সদস্য দলের অবস্থা দেখে হতাশ হয়ে এদিন দল ছেড়েছেন।