গুলবার্গ গণহত্যা সভ্য সমাজে কালো দিন। গুলবার্গ সোসাইটি গণহত্যা মামলায় দোষী ১১জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করার সময় এই মন্তব্য করেন বিচারক।অন্যদের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আমেদাবাদের এক আদালত। এর আগে সাজা ঘোষণার কথা থাকলেও বারবার তা পিছিয়ে যায়! ২ জুন অভিযুক্ত ৬৬জনের মধ্যে ২৪জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। যদিও অন্যতম অভিযুক্ত বিজেপির এক প্রভাবশালী কাউন্সিলরকে আগেই বেকসুর খালাস দিয়েছে আদালত। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় গুলবার্গ সোসাইটিতে হামলা চালিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয় ৬৯জনকে। সেই হামলাকারীদের মধ্যে দেখা গিয়েছিল ওই বিজেপি কাউন্সিলরকেও। নিহতের মধ্যে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহেসান জাফরিও। চুপ করে থেকে দাঙ্গাকারীদের মদত দেওয়ার অভিযোগ ওঠে নরেন্দ্র মোদির বিরুদ্ধেও। নিম্ন আদালত অবশ্য মোদিকে ক্লিনচিট দিয়েছে। মামলা এখন হাইকোর্টে।