বর্যা শুরু হতে না হতেই দুর্যোগে প্রাণ হারালেন বেশ কিছু মানুষ। মঙ্গলবার রাতে বিহারে বর্জ্রাঘাতে মৃত্যু হল অন্তত ৫৬জনের। সরকার রুটিন ক্ষতিপূরণ ঘোষণা করেই দায় সেরেছে। কিন্তু প্রতি বছর দেশের অসংখ্য গ্রামে বাজ পড়ায় মৃত্যু হয় বহু মানুষের। একে পুরোপুরি ঠেকানো না গেলেও সচেতনতা বৃদ্ধির প্রচার ও শ্লেটার তৈরির উদ্যোগ নিলে হয়তো বাঁচান যেত কিছু প্রাণ। তাতে দেশের নেতাদের নজর কই! সংবাদপত্র ও টিভিতে জনগণের অর্থে নিজেদের ঢাক পেটাতেই তাঁরা ব্যস্ত যে!