মথুরায় ২৭০ একরের জহরবাগ পার্কের জবরদখল উচ্ছেদ ঘিরে ২ পুলিস সহ নিহত ২৪। হাইকোর্টের নির্দেশে ওই পার্কের জবরদখল হটাতে গেলে পুলিসের উপর চড়াও হয় অবস্থানকারীরা। চলে ইট বৃষ্টি । দখলকারীরা নাকি গুলিও চালায়। পুলিসের গুলিতে নিহত হন অন্তত ২২জন। এখনও পর্যন্ত ১২৪জনকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের দাবি ঘটনাস্থল থেকে ৪৭টি দেশি পিস্তল ও ৬টি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু দেড় বছর ধরে সত্যাগ্রহের নাম করে স্বাধীন ভারত বিদিক সত্যাগ্রহ নামের একটি ধর্মীয় – সামাজিক সংগঠন কি করে একটা এত বড় পার্ক দখল করে বসে থাকল তা নিয়েই উঠছে প্রশ্ন। বিজেপির তরফে দাবি করা হয়েছে সমস্ত অসমাজিক লোকরাই এখন সমাজবাদী পার্টিতে, তাই প্রশাসনের তরফে কোন পদক্ষেপ নেওয়ার সাহস নেই।
ছবিঃ india today এর সৌজন্যে