বেসরকারি হাসপাতালগুলোর বেনিয়ম নিয়ে মিডিয়া এখন সরগরম। কিছু করে দেখানোর তাগিদে রাজ্য সরকারও তড়িঘড়ি কার্যকর করেছে স্বাস্থ্য আইন। সরকারি হাসপাতালগুলোর বেহাল পরিষেবার জেরেই অসংখ্য মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো বাধ্য হয়েই দ্বারস্থ হয় বেসরকারি হাসপাতালের। করতে বাধ্য হয় স্বাস্থ্য বিমাও। সেই স্বাস্থ্য বিমার উপর এখন পরিষেবার উপর সার্ভিস ট্যাক্স এখন ১৫ শতাংশ । কালো টাকা উদ্ধার করা বা বড় বড় করপোরেটদের থেকে আয়কর আদায় করাতো দূরের কথা, বড়বাজারের ব্যবসায়ীদের কাজ থেকেও ঠিকমত কর আদায় করতে না পরালেও স্বাস্থ্য সার্ভিস ট্যাক্স আদায়ের ব্যাপারে অতিসক্রিয় কেন্দ্র। স্বাস্থ্য বিমার উপরও সার্ভিস ট্যাক্স কেন বসানো হবে সে নিয়ে কোথাও কেউই তুলছেন না প্রশ্ন। সরকারি হাসপাতালে সবার জন্য বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা তো দূরের কথা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বাড়ানোর কথা ভাবছে কোম্পানিগুলি। এর সঙ্গে জনসাধরণের উপর চাপিয়ে দিচ্ছে সার্ভিস ট্যাক্স। আর অদ্ভুতভাবে সবাই একে মেনেও নিচ্ছেন!