মাওবাদী বিরোধী অভিযানের নামে পুলিসের গুলিতে নিহত হলেন ৫ নিরীহ ব্যক্তি। পুলিসকে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানাচ্ছে শুক্রবার সন্ধের সময় ওডিশার কন্ধমহল জেলায় মাও বিরোধী তল্লাশি অভিযানের সময় নাকি দুপক্ষের গুলির মধ্যে পড়ে যান নিহতরা। কিন্তু প্রশ্ন হচ্ছে অটোতে থাকা ওই ৫জন কী করে সংঘর্ষের মধ্যে পড়লেন? মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন ৫ নয় ৬ জনকে সংঘর্ষ নয়, ঠান্ডা মাথায় খুন করেছে পুলিস।