ঢাকার একটি আবাসনে হানা দিয়ে সন্দেহভাজন ৯ মুসলীম সন্ত্রাসীকে হত্যা করল পুলিস। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঢাকার ওই আবাসনে ডেরা গেড়েছিল ওই জঙ্গিরা। মঙ্গলবার ভোরের দিকে তল্লাশির সময় পুলিসকে লক্ষ্য করে বোমা ছোড়ে সন্ত্রাসীরা। তার পরই গুলির লড়াইয়ে নিহত হয় ৯ সন্ত্রাসী। গ্রেফতার ১। অন্তত এমনটাই দাবি পুলিসের। তবে অন্য মতও রয়েছে। আর তা হল সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে ব্যর্থ সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ভুয়ো সংঘর্ষের পথ বেছে নিয়েছে।সম্প্রতী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও মুক্তমনা ব্লগাররা একের পর এক খুন হয়ে যাচ্ছেন। অথচ সন্ত্রাসী তত্পরতাকে নিয়ন্ত্রণ করতে পারছেনা সে দেশের সরকার।