বিহারের ঔরঙ্গাবাদে মাওবাদীদের ঘটানো ied বিস্ফোরণে নিহত হলেন crpf এর কোবরা বাহিনীর অন্তত ১০ কম্যান্ডো। জখম আরো ৫ জওয়ান। সোমবার রাতে মাওবাদীদের বিরুদ্ধে কোবরা বাহিনীর জওয়ানরা তল্লাশি অভিযানে গেলে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা । ৩ মাওবাদীরও মৃত্যু হয়েছে। এর আগে ২০০৮ সালে অন্ধ্র- উড়িষা সীমানায় এক জলাধারে নৌকায় হামলায় চালিয়ে ৩৮জন গ্রেহাউন্ড জওয়ানকে হত্যা করেছিল মাওবাদীরা।