দিল্লি সরকারের প্রধান সচিব রাজেন্দ্র কুমারকে ৫ দিনে পুলিসি হেফজাতে পাঠাল আদালত।। ৫০ কোটি টাকার দুর্নীতির এক পুরনো মামলায় CBI রাজেন্দ্র কুমারকে গ্রেফতার করে সোমবার। ২০০৬ সালে একটি বেনামি আইটি কোম্পানি করে টেন্ডার ছাড়াই সরকারি বরাত পাচ্ছিল রাজেন্দ্র কুমারের এনডেভার সলিউসন নামের কোম্পানিটি। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় আসার পর রাজেন্দ্র কুমারকে দিল্লি সরকারের প্রধান সচিব নিযুক্ত করেন। কিছুদিন আগে এই মামলার তদন্তের জেরে মুখ্যমন্ত্রীর ঘরে তল্লাশি করা নিয়ে হইচই করেছিল আপ তথা কেজরিওয়াল।