এবার বিতর্কে গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। MPHIL ও PHD এর ভর্তি প্রক্রিয়ার মধ্যেই কর্তৃপক্ষ হঠাত্ করে সিদ্ধান্ত নিয়েছে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর নয়, বিবেচ্য হবে শুধুমাত্র ইন্টারভিউ। ইংরেজি ভাষায় দক্ষ না হওয়ায় ইন্টারভিউতে দলিত , অনগ্রসর সম্প্রদায় তথা গ্রাম থেকে আসা ছাত্রদের বাদ পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক ছাত্র। আগামী ১০ অগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখতে বলেছে হাইকোর্ট। বিস্তারিত রিপোর্টটি পড়ুন The Wire এ।