শহরে ফের ডেঙ্গিতে যুবকের মৃত্যু। বাগুইহাটির এক যুবক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন AMRI তে। সেখানেই তাঁর মৃত্যু হল। এদিকে ডেঙ্গি রোধে সরকারি নানা সংস্থা, হাসপাতাল , কলেজ পরিদর্শন করে সাড়া ফেলে দিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য। অতীন ঘোষের সক্রিয়া ভূমিকা অনেক মহলেই প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু একটা প্রশ্ন না খোঁচা দিচ্ছে তা হল প্রমোটারদের অধীনে নির্মীয়মান বহুতলগুলোর জলাধার বা ছাদ বা আনাচে কানাচে গুলোর জমাজলে কি ডেঙ্গির মশা জন্মায় না। তা হলে সেগুলো পরিদর্শন কি তিনি যাচ্ছেন?