দাউদের ডেরা ঠিক পাকিস্তানের কোথায় তা নিয়ে এদেশের জাতীয় মিডিয়া হাউসগুলো হামেশাই EXCLUSIVE STORY করে । ব্যাপারটা যেন এমন এই খবরটা জানার সঙ্গে সঙ্গেই দাউদকে খপাত্ করে ধরে ফেলবে সরকার। কিন্তু সত্যি কি দাউদ ইব্রাহিমকে ধরতে কি ইচ্ছুক ভারত সরকার। প্রশ্ন গুলো উঠছে কারণ দাউদের বিষয় ভারতীয় গোয়েন্দারা যে তথ্য প্রথম NDA সরকারের হাতে তুলে দিয়েছিল তার পর এদেশে দাউদ ঘনিষ্ঠ জেট এয়ারওয়েস বন্ধ হয়ে যাওয়ার কথা। সাংবাদিক জোসি জোসেফর প্রথম বই A FEAST OF VULTURES এই রকমই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। করপোরেট শত্রুতার জেরে প্রতিপক্ষকে খুন থেকে শুরু করে দেশের নানা সরকারি বরাতে বিশেষ করে অস্ত্রকারবারে দালালদের ভূমিকা কতখানি তাও উল্লেখ করা হয়েছে এই বইতে। মোদি ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিদেশে কালো টাকা পাচারের তথ্য থেকে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির মুম্বইয়ের প্রাসাদোপম অ্যান্টিলা নাকি ওয়াকফ বোর্ডের জমি অবৈধভাবে কিনে নিয়ে তৈরি করা। এই সব নানা জানা অজানা তথ্য তুলে ধরা হয়েছে এই বইতে। আদর্শ কেলেঙ্কারি,টুজি ও কমনওয়েলথ গেমসের কেলেঙ্কারির নানা পর্দা ফাঁসকারী জোসেফ প্রথম বই লিখেই জেটের তরফে আইনি নোটিস পেয়ে গেছেন। এটাই মনে হয় তাঁর সব থেকে বড় পুরষ্কার।