এক ব্যক্তি কাঁধে করে স্ত্রীর দেহ নিয়ে চলেছেন। সঙ্গে তাঁর মেয়ে। বুধবার সকালে এই বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল ওডিশার ভবানীপটনার লোকেরা। টিবিতে আক্রান্ত হয়ে সরকারি হাসাপাতালে মারা যান দানা মাঝির স্ত্রী আমাঙ্গ দেবী। সরকারি প্রকল্পের বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা চেয়েও না পেয়ে নিজের কাঁধে স্ত্রীর দেহ নিয়ে ৬০ কিমি দূরে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেন দানা। এইভাবে ১০ কিমি হাঁটার পর মিডিয়ার সাহায্যে সরকারি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তি তাঁর গ্রামে পৌঁছন।