বৃহষ্পতিবার হাওড়ার এক পানশালায় তান্ডব চালাল CRPF এর কোবরার জওয়ানরা। বচশায় জড়িয়ে পড়ে পানশালায় মত্ত ওই জওয়ানরা ব্যাপক ভাঙচূর চালায়। বন্দুক উঁচিয়ে পানশালার কর্মীদের দিকে তেড়েও যায় তারা। পানশালার মালিক জানিয়েছেন এর আগেও এরকম অসভ্যতা করেছিল জওয়ানরা। সেযাত্রায় তারা সামাল দিতে পেরেছিলেন। এবার লাগামছাড়া হয়ে পড়েন মত্ত জওয়ানরা।