গেমস ভিলেজে চুরি আর বিক্ষোভের মাঝেই শুরু হয়ে গেল এবারের অলিম্পিক। ব্রাজিলের সরকারি স্কুলের শিক্ষকেরা বেতন না পাওয়ার প্রতিবাদে বুধবার অলিম্পিকের মশাল সাময়িকভাবে বুঝিয়ে দিতে সক্ষম হন। পুলিসের ঘেরাটোপে অলিম্পিক মশাল যাত্রা শুরু হলেও বিক্ষোভকারীরা তা সাময়িকভাবে নিভিয়ে দিতে সক্ষম হন। পরে সেনারা এসে রবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। প্রশ্ন উঠছে ব্রাজিলের মত একটি গরীবদেশে অলিম্পিকের আয়োজনের পিছনে এই বিপুল অর্থের অপচয় কেন? অনেকটা আমাদের দেশের কমনওয়েলথ গেমসের মত নয় কি?