মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রে মুম্বই -গোয়া সড়কের উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এই আশঙ্কার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। যদিও এখনও পর্যন্ত মাত্র ২৪ জনের মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারী বৃষ্টির জেরেই ভেঙে পড়ে পুরনো এই ব্রিজটি। ২টি বাস সহ একাধিক গাড়ি ভেসে গেছে জলের তোড়ে।