ফের শহরে গণধর্ষণ। এবার ওলাতে। মঙ্গলবার রাতে ফুটপাথবাসী এক বছর বারোর কিশোরীকে ব্রেবোর্ন রোড অপহরণ করে ওলা গাড়িতে পার্ক সার্কাস ফ্লাইওভারে ধর্ষণ করে দুই যুবক। পরে কিশোরীকে খুন করে দেহ ফেলে দেওয়া হয় তপসিয়া খালে। অভিযোগ পাওয়ার পর রাস্তার সিসিটিভি ক্যামেরা গাড়ির ফুটেজ দেখে অভিযুক্ত শঙ্কর সাউ ও গুড্ডু সিংকে গ্রেফতার করে পুলিস। পুলিসের দাবি অভিযুক্তরা জেরায় দোষ স্বীকারও করেছে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাতের শহরে মহিলাদের নিরপত্তা।