RBI এর প্রাক্তন কর্তার IDFC ব্যাঙ্কের ডিরেক্টর পদে যোগ নিয়ে উঠছে প্রশ্ন

0
4

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর আনন্দ সিনহাকে ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর নিয়োগ করল বেসরকারি ব্যাঙ্ক IDFC। ১ অগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। এর আগে প্রাক্তন CAG কর্তা বিনোদ রাই ওই পদে ছিলেন। ২০১৪ সালে যখন বন্ধনের সঙ্গ IDFC ও ব্যাঙ্ক খোলার লাইসেন্স পেয়েছিল সেই প্রক্রিয়াতে যুক্ত ছিলেন আনন্দ সিনহা। এটা সত্যি ইন্ডিপেনডেন্ট ডিরেক্টরদের সঙ্গে  পারিশ্রমিক ছাড়া ব্যাঙ্ক বা তাঁর প্রমোটারদের সঙ্গে কোন ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে না। তাঁদের নিয়োগ ব্যাঙ্কের সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের স্বার্থকে সুরক্ষিত করা। রিজার্ভ ব্যাঙ্ক বা CAG এর মত সংস্থার উচ্চপদে আসীন ব্যক্তিদের অবসরের পর বেসরকারি ব্যাঙ্ক বা সংস্থায় যোগ দেওয়া কি যুক্তিযুক্ত? প্রশ্নটা উঠছেই