SRM বিশ্ববিদ্যালয়ের আচার্য গ্রেফতার

0
6

তামিলনাড়ুর SRM গোষ্ঠীর কর্ণধার তথা SRM বিশ্ববিদ্যালয়ের আচার্য( মালিক নিজেই আচার্য!) পাছামুত্থুকে গ্রেফতার করল পুলিস। এক সিমেনা প্রযোজকের নিরুদ্দেশ হয়ে যাওয়া ও মেডিক্যাল কোর্সে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তামিলানাড়ুতে SRM গোষ্ঠীর একাধিক বেসরকারি কলেজ রয়েছে। একটি টেলিভিশন চ্যানেলও এই গোষ্ঠীর মালিকানাধীন।