নানা বিষয় কথা বলে বিতর্ক তৈরি করতে ভালবাসেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মারকণ্ডে কাটজু। এবার পাকিস্তান নিয়ে চলা উত্তপ্ত সময় তিনি টুইট করে বসেছেন যে পাকিস্তানকে কাশ্মীর দেওয়া হবে তবে তাকে বিহারকেও নিতে হবে। শুধু কাশ্মীর দেওয়া যাবে না। কাটজু অবস্য একে মজা বলে হাল্কা করতে চাইলেও। বিহারের নেতারা কাটজুর গ্রেফতারের দাবি জানিয়েছেন। কিন্তু সত্যি কাটজু এরকম মজা করতেই বা গেলেন কেন?