আইন আিনের পথে চলবে ।প্রভাবশালীদের ক্ষেত্রে এখন এই কথা বলাটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই তৃণমূলে যোগ দেওয়ার দিন মানস ভুঁইঞাকে যখন সাংবাদিক প্রশ্ন করেন যে দল ( মানসের অভিযোগ ছিল ) ষড়যন্ত্র করে তাঁকে খুনের মামলায় ফাঁসিয়েছে সেই দলে যোগ দেওয়ার বিষয় তাঁর বক্তব্য কী? উত্তরে মানস জানিয়েছেন আইন আইনের পথে চলবে। কিন্তু কেন পরোয়ানা থাকা সত্ত্বেও মানস ভুঁইঞাকে এতদিন ধরা হল না সেই প্রশ্নও কোন সাংবাদিকই এদিন করার সাহস করেননি । উত্তরটা অবশ্য সবারই জানা।