মাদার টেরেজা এখন থেকে সেন্ট বা সন্ত টেরেজা। মাদারের সন্ত হওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে রোমে উড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মিডিয়া যখন মাদার ও মমতায় ম ম করছে ঠিক সেই সময় ছন্দপতন। পিপলস বুক সোসাইটি প্রকাশ লেখক অরূপ চ্যটাার্জি করল মাদার টেরেসা মুখোশেরর আড়ালে। বইটি যে বিতর্কিত তা বইয়ের শিরোনামেই স্পষ্ট।