নানা অর্ধসত্য চমক দিয়ে শুরু হয়েছিল রিলায়েন্স জিও। যার মধ্যে ১জিবির দাম ৫০ টাকা। অথচ শুরুতেই মুখ থবুড়ে পড়ল কি এই পরিষেবা। ৮০ শতাংশ কলই ব্যর্থ হচ্ছে। গত ১০ দিনে ৫২ কোটি কল ড্রপ হয়েছে বলে জানিয়েছে জিও।যদিও এর জন্য দায় নিতে রাজি নয় জিও। রিলায়েন্সের দাবি তাদের দেওয়া উন্নততর প্রযুক্তির কারণে নয় কল ড্রপ হচ্ছে অন্য নেটওয়ার্ক বাড়তি চাপ নিতে পারছে না বলে।
সূত্রঃ scroll.in