ওড়িশার মালকানগিরিতে সোমবার ভোরে গ্রেহাউন্ডের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন অন্তত ২৪ মাওবাদী। জখম ২ পুলিসকর্মীর মধ্যে পরে মৃত্যু হয় একজনের। পুলিসের এমনটাই দাবি। জানাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোপন সূত্রে মাওবাদীদের ৬০-৭০জনের এক জমায়েতের খবর পেয়ে অন্ধ্রের গ্রেহাউন্ড হানা দেয় জঙ্গলে। সেখানেই সংঘর্ষে নাকি নিহত হন ২৪জন মাওবাদী। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী এই ঘটনাকে সাজান সংঘর্ষের অভিযোগ করেছেন বিপ্লবী কবি তথা মাও সমর্থক ভারভারা রাও। ভারভারার দাবি মাওবাদীদের এক বৈঠক চলার সময় ঠান্ডায় মাথায় খুন করা হয়েছে। খুনের মামলা রুজু করে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন apclc ও ।
ছবিঃফাইল