পণের দাবিতে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেন তাঁর ভাইয়ের স্ত্রী। নাওয়াজের বাবা- মায়ের বিরুদ্ধেও মুজফরনগরের বুধানা থানায় এই অভিযোগ দায়ের করেছেন নওয়াজের ওই আত্মীয় আরফিন। ৩ মাসের সন্তানসম্ভবা আরফিনের অভিযোগ তাঁকে গত ২৮ সেপ্টেম্বর পেটে লাথি পারেন নওয়াজ।