কেন্দ্রীয় সরকারের কর্মীদের ফের বাড়ছে মহার্ঘ ভাতা। ২ শতাংশ হারে বাড়ছে ডিএ।১ জুলাই থেকে কার্যকর হবে এই বাড়তি ডিএ। কর্মী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ১ কোটি মানুষ এই সুবিধা পাবেন। অন্যদিকে এর ফলে রাজ্য সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ এর ফারাক আরো বেড়ে গেল।ফারাকটা এখন ৫২ শতাংশ( ৭ম পে কমিশন অনুযায়ী কার্যত সেটা ৫৬ শতাংশ) । আর ক্ষুদ্র ও ছোট প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদেরও এর জেরে কিছুটা বাড়তি চাপ পড়বেন। কারণ বেতন না বাড়লেও চাল , সবজি একই বাজার থেকে কিনতে হয় তাদেরও।এদের কথা কেউ কি ভাবেন?