ভারতীয় রেল এখন বুলেট ট্রেন চালানোর জন্য উদ্যোগী। অথচ দেশের নাগরিকরা কীভাবে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন তা এই ছবিতেই স্পষ্ট। শালিমার থেকে ত্রিবান্দ্রাম প্রায় ২৫০০ কিমি দীর্ঘপথে ট্রেন যায় ঘন্টায় গড়ে মাত্র ৫৬ কিমি। যেতে সময় লাগে প্রায় ২দিন। অথচ সেখানে নেই কোন দ্রুত গতির ট্রেন। পুজোর সময় টিকিট কাটলেও স্লিপার ক্লাসে যেতে হয় অনেকটা এইভাবে।
ছবি ফেসবুক থেকে নেওয়া নমুনা মাত্র