মালকানগিরিতে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর আক্রমণ অব্যহাত। মঙ্গলবার ভোররাতে নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে ৪ মাওবাদী। এর আগেই সোমবার গ্রেহাউন্ডস ও ওড়িশা পুলিসের যৌথ অভিযানে নিহত হন ২৪জন মাওবাদী। পুলিসের দাবি মাওবাদীরা সংঘর্ষে নিহত হয়েছেন। তবে মাও সমর্থক ভারভারা রাও অভিযোগ করেছেন পুরোটা ভুয়ো সংঘর্ষ।
ফাইল ছবি